
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মাঠে প্রায় ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে। নির্বাচনের সময় এ সংখ্যা এক লাখে উন্নীত হবে। পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও মাঠে থাকবে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ও কোস্টগার্ডও নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের ওপর। তাদের সচেতনতা ও অংশগ্রহণই নির্বাচনকে সফল করবে।
চট্টগ্রামে সম্প্রতি লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে। কিছু অস্ত্র এখনো বাইরে রয়েছে। চট্টগ্রামের ভৌগোলিক বৈচিত্র্য পাহাড়, সমুদ্র ও সমতল অভিযানে কিছুটা জটিলতা তৈরি করছে। তবে নির্বাচনের আগেই আরও অস্ত্র উদ্ধার সম্ভব হবে।
তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষ্যে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়েছে।
পার্শ্ববর্তী দেশের প্রচারিত গুজবের বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, শুরুতে আমাদের পাশের দেশ থেকে অনেক বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছিল। তখন আপনারা তা প্রতিহত করেছেন, যার ফলে তারা সফল হয়নি। সামনে দুর্গাপূজা উপলক্ষ্যে তারা আবার গুজব ছড়ানোর চেষ্টা করতে পারে। আমি অনুরোধ করবো, আপনারা অতীতের মতো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, যাতে জনগণ প্রকৃত তথ্য পায়।
সাংবাদিকদের সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণমাধ্যমের সহযোগিতা ছাড়া কোনো রাষ্ট্রীয় কাজ সফল করা সম্ভব নয়।