
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম মাঝেমধ্যেই দেশের বাইরে ঘুরতে যান। সে ধারাবাহিকতায় সম্প্রতি মালদ্বীপ ভ্রমণ থেকে দেশে ফিরেছেন তিনি।
মালদ্বীপ ভ্রমণের কয়েকটি ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।
বুধবার ( ১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে মিম লিখেছেন, ‘নিজের মতো করে খুশি থাকো’
ছবিতে তাকে কানে ফুল গুঁজে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
প্রিয় অভিনেত্রীর ছবিতে অনুরাগীদের কেউ কেউ মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।
জানা যায়, এর মধ্যে ঢাকায় ফিরে ১৩ ডিসেম্বর চরকির নাম চূড়ান্ত না হওয়া একটি অরিজিনাল সিনেমায় চুক্তিবদ্ধ হন মিম।
নির্মাতা কাজী আসাদের পরিচালনায় সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে তাকে।