
মার্কিন সরকার নিজস্ব মজুদ পূরণের জন্য ইউরোপীয় দেশগুলোতে নির্দিষ্ট ধরণের অস্ত্র সরবরাহ স্থগিত করবে। সূত্রের বরাত দিয়ে দ্য আটলান্টিক ম্যাগাজিন এ খবর জানিয়েছে।
ম্যাগাজিনটির প্রতিবেদন অনুসারে, উপ-প্রতিরক্ষামন্ত্রী এলব্রিজ কলবি সেপ্টেম্বরের গোড়ার দিকে পররাষ্ট্র দপ্তরকে বলেছিলেন, তিনি বিদেশে নির্দিষ্ট সামরিক সরঞ্জাম সরবরাহের কোনো প্রয়োজন দেখেন না। বিশেষ করে তিনি ডেনমার্কের কাছে প্যাট্রিয়ট সিস্টেম বিক্রি করার অনুমোদন দেননি কারণ, যুক্তরাষ্ট্রের কাছেই পর্যাপ্ত পরিমাণে এগুলো নেই।
আটলান্টিকের সূত্র নিশ্চিত করেছে, পেন্টাগন ‘দুর্লভ’ অস্ত্র ব্যবস্থার একটি তালিকা তৈরি করেছে এবং ইউরোপীয় মিত্রদের কাছে সেগুলো বিক্রি বন্ধ করার পরিকল্পনা করেছে। তবে নিষেধাজ্ঞার সময়কাল, তালিকায় থাকা অস্ত্রগুলোর সংখ্যা প্রকাশ করা হয়নি।
এটিই প্রথমবার নয় যে, ওয়াশিংটন বিদেশের কাছে অস্ত্র বিক্রি কমিয়েছে। ২ জুলাই দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর, জিএমএলআরএস প্রিসিশন-গাইডেড গোলাবারুদ, হেলফায়ার গাইডেড মিসাইল, স্টিংগার পোর্টেবল মিসাইল সিস্টেম এবং আরও বেশ কয়েকটি অস্ত্র সরবরাহ স্থগিত করবে।