
নিউজিল্যান্ডের এক ১৩ বছর বয়সী কিশোরের অন্ত্র থেকে প্রায় ১০০টি শক্তিশালী চুম্বক অপসারণ করেছেন সার্জনরা। অনলাইনে জনপ্রিয় মার্কেটপ্লেস টেমু থেকে কেনা এই উচ্চক্ষমতার চুম্বকগুলো গিলে ফেলেছিল কিশোরটি।
চার দিন ধরে পেটে তীব্র ব্যথা অনুভব করার পর দেশটির উত্তর দ্বীপের তৌরাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে এক্সরে স্ক্যানে দেখা যায়, চুম্বকগুলো তার অন্ত্রের ভেতর চারটি সরলরেখায় আটকে রয়েছে।
নিউজিল্যান্ড মেডিকেল জার্নালে প্রকাশিত হাসপাতালের চিকিৎসকদের প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরটি প্রায় এক সপ্তাহ আগে ৮০ থেকে ১০০টি ৫x২ মিমি মাপের নিওডিয়ামিয়াম চুম্বক গিলে ফেলেছিল। এসব চুম্বক ২০১৩ সাল থেকেই নিউজিল্যান্ডে নিষিদ্ধ।
চিকিৎসকেরা জানিয়েছেন, চৌম্বকীয় আকর্ষণের কারণে অন্ত্রের বিভিন্ন অংশ একে অপরের সঙ্গে আটকে গিয়ে টিস্যু নষ্ট (নেক্রোসিস) হয়। এতে ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রের চারটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্রোপচারে মৃত টিস্যু অপসারণের পর কিশোরটি আট দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।
প্রতিবেদনের চিকিৎসকরা বলেছেন, এই ঘটনা শুধু চুম্বক গেলার বিপদ নয়, অনলাইন মার্কেটপ্লেস থেকে শিশুদের জন্য বিপজ্জনক পণ্য বিক্রির ঝুঁকিও তুলে ধরে।
চিকিৎসকদের মতে, এমন অস্ত্রোপচারের পর অন্ত্রের বাধা, হার্নিয়া বা দীর্ঘস্থায়ী ব্যথার মতো জটিলতা পরবর্তী জীবনে দেখা দিতে পারে।
এ ঘটনার পর অনলাইন মার্কেটপ্লেস টেমু এক বিবৃতিতে জানায়, তারা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং বিষয়টি সম্পর্কে আরও তথ্য জানতে নিউজিল্যান্ড মেডিকেল জার্নালের লেখকদের সঙ্গে যোগাযোগ করেছে।
টেমুর মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত হতে পারিনি যে চুম্বকগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকেই কেনা হয়েছিল কিনা। তবে আমরা প্রাসঙ্গিক পণ্যগুলোর তালিকা পর্যালোচনা করছি, যেন স্থানীয় নিরাপত্তা মানদণ্ডের পূর্ণ মেনে চলা হয়।’
চীনা মালিকানাধীন এই ই-কমার্স প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বাজারে নিষিদ্ধ বা ঝুঁকিপূর্ণ পণ্য বিক্রির অভিযোগে সমালোচনার মুখে রয়েছে।
সূত্র/ দি গার্ডিয়ান