
এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চাইনিজ তাইপে এবং স্বাগতিক জর্ডান। আগামী ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলা দিয়েই বাছাই পর্বের খেলা শুরু করবেন অর্পিতা বিশ্বাসরা। ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ।
জর্ডান যাওয়ার আগে মাঝপথে দুবাইয়ে নেমে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে। ৭ এবং ৯ অক্টোবর ম্যাচ। খেলে সেখান থেকে চলে যাবে জর্ডানে। সেখানে আকাবা স্টেডিয়ামের টার্ফে খেলা হবে।
এই দলের কোচ হয়ে যাচ্ছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তার সঙ্গী সহকারী কোচ রেফারি জয়া চাকমা। জয়া এক সময় ফুটবল খেলতেন। পরে তিনি রেফারিং পেশায় যোগ দিলেও কোচিংয়ে ‘এ’ লাইসেন্স করেছিলেন। গত আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে এই দলের কোচ ছিলেন মাহবুবুর রহমান লিটু, এশিয়ান কাপের বাছাই পর্বে দায়িত্ব নিলেন টিটু। কিন্তু তার অধীনে খুব একটা অনুশীলন করতে পারেননি।

গতকাল বিকালে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে টিটু বলেন, ‘আমি দলের সঙ্গে ২৭-২৮ অক্টোবর থেকে অনুশীলন শুরু করেছি। আগে থেকে দলের সঙ্গে যোগাযোগ ছিল, ভুটানের সাফেও নিয়মিত কথা হতো। সেই সময় আমার কিছু কিছু অবজারভেশন তাদের জানিয়েছি।’
তিনি বলেন, ‘দুবাইয়েই এমন দুইটা দেশের সঙ্গে খেলবে যারা র্যাংকিংয়ে আমাদের থেকে এগিয়ে। আসলে এটাই ফুটবলের আসল চ্যালেঞ্জেস, এটা আমরা কীভাবে নেব, কীভাবে রিড করবো। বাছাইপর্ব পেরিয়ে মূল টুর্নামেন্টে যাওয়ার জন্য মেন্টালিটি সেট করার ব্যাপার।’

দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘আমরা কয়েক দিন আগে (আগস্টে) সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ খেলেছি। সেখানে সবার মোটামুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে যারা আগে খেলেনি। তো আমরা শেষ পর্যন্ত সাফে চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করেছিলাম, পারিনি। আমাদের এখন লক্ষ্য এএফসি কোয়ালিফাই করা। মূল টুর্নামেন্টের আগে আমাদের দুটি প্রীতি ম্যাচ আছে, চেষ্টা করবো এই দুটা ম্যাচ ভালোভাবে খেলার সেখান থেকেই চূড়ান্ত প্রস্তুতি নিয়ে জর্ডানে যাওয়ার।’ অনূর্ধ্ব-১৭ দল আজ জর্ডান যাবে।