
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে শ্রীলঙ্কা এক বিশেষ অধ্যায়ের নাম। নিদহাস ট্রফি থেকে মূলত শুরু হয়েছিল এই দুই দেশের দ্বৈরথ। ভক্তদের কাছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট লড়াই এখন ‘নাগিন ডার্বি’ নামে পরিচিত। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মাঠে নামছে এই দু’দল।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ লিটন দাসের দলের সামনে। এমন ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে?
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ওপেন করেছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। পারভেজ ইমনের জায়গায় আফগানদের বিপক্ষে খেলেছিলেন সাইফ। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাই শ্রীলঙ্কার বিপক্ষেও এই দুজনকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।
তিনে লিটন দাস, চারে তাওহিদ হৃদয় ও পাঁচে আছেন শামীম হোসেন। সেরা ছন্দে নেই হৃদয়। তবে গত ম্যাচে ২০ বলে ২৬ রান করেন তিনি। তাই লঙ্কানদের বিপক্ষেও তার একাদশে থাকার সম্ভাবনা বেশি।
তবে এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন জাকের আলী অনিক। আর একাদশে জায়গা ধরে রাখবেন নুরুল হাসান সোহান। আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক নাসুম আহমেদ তো থাকছেনই; থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। গত ম্যাচেই ২ উইকেট নিয়ে ফর্মে ফিরেছেন রিশাদ। পেসার হিসেবে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান/তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।