
যুক্তরাষ্ট্রে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হবে দেশটির ওপর ১১ সেপ্টেম্বরের হামলা, যা নাইন/ইলেভেন নামে পরিচিত। আজ সেই হামলার ২৪তম বার্ষিকী। ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে ২০০১ সালে আলকায়েদার চালানো এই আক্রমণে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার এবং ওয়াশিংটনের পেন্টাগন আক্রান্ত হয়। আরেকটি বিমান কোথাও আঘাত হানার আগেই বিধ্বস্ত হয়। ভয়াবহ এই হামলায় নিহত হন প্রায় ৩ হাজার লোক।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে চারটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিনতাই করে আত্মঘাতী হামলা চালায় আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে দুটি বিমান আঘাত হানে, আরেকটি বিমান পেন্টাগনে বিধ্বস্ত হয়, এবং চতুর্থটি পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে বিধ্বস্ত হয় যাত্রীরা প্রতিরোধ গড়ে তোলায়।
এই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন এবং কয়েক হাজার মানুষ আহত হন। এ ছাড়া অসংখ্য উদ্ধারকর্মী প্রাণ হারান কিংবা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েন।
যুক্তরাষ্ট্রে এই দিনটি ‘প্যাট্রিয়ট ডে’ হিসেবে পালন করা হয়। প্রতি বছর এই দিনে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং নীরবতা পালন করা হয়।