
দেশের ক্রিকেট এখন ব্যস্ত বিপিএল নিয়ে। এসবের মধ্যে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, বিপিএল ও প্রথম বিভাগে যেসব ক্রিকেটার দল পাননি তাদের নিয়ে আগামী বছর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
লিগের নাম দেয়া হয়েছে সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টের লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগের বাইরে থাকা খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক সুযোগ প্রদানের মাধ্যমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট পথকে শক্তিশালী করা। ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে লিগটি শুরু হওয়ার কথা রয়েছে।
নতুন এই লিগের দায়িত্বে থাকবেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। বগুড়া এবং রাজশাহী দুটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ছয় থেকে আট দল অংশ নিবে বলে আশাবাদী বিসিবি। যোগ্যতার ভিত্তিতে জাতীয় নির্বাচন প্যানেল খেলোয়াড় নির্বাচন করবে। চলমান বিপিএলে নিলামে অন্তর্ভুক্ত খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।
তবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ না করা আটটি দলের চুক্তিবদ্ধ খেলোয়াড় থাকবেন এই টুর্নামেন্টে। এছাড়াও বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্ট জুড়ে পেশাদার এবং ধারাবাহিক মান নিশ্চিত করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট দল ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। সেই সঙ্গে বিসিবি খেলোয়াড়দের অর্থ প্রদানসহ সকল আর্থিক বিষয়ে পরিচালনা করবে।