
দুই দিন আগে কাতারের রাজধানীতে অভূতপূর্ব বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আল মুরাইখির।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কৃষ্ণ সাগর তীরবর্তী রুশ রিসোর্ট শহর সোচিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়ে।
রাশিয়া-উপসাগরীয় আরব সহযোগিতা পরিষদ (জিসিসি) কৌশলগত সংলাপের এক পূর্ণাঙ্গ অধিবেশনে থাকা ল্যাভরভ বলেছেন, ‘৯ সেপ্টেম্বর কাতারের দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার ফলে মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা তীব্রভাবে বৃদ্ধি পাওয়ার মধ্যে আমাদের আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’
ল্যাভরভ আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে এই পদক্ষেপের খবর পেয়েছি। আমরা এটিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচনা করি, সর্বপ্রথম জাতিসংঘ সনদের। এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর হস্তক্ষেপ, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার দিকে পরিচালিত করে। এই ধরনের পদক্ষেপ অবশ্যই কঠোরতম নিন্দার দাবি রাখে।
এর আগে ৯ সেপ্টেম্বর দোহায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরেই ইসরায়েল দাবি করে, তারা হামাস প্রতিনিধিদের ওপর আক্রমণ করেছে।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় দেশের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দোহার পরিস্থিতি শান্ত রয়েছে।