
বরাবরের মতো বিতর্ক মাথায় নিয়ে মাঠে গড়িয়েছে বিপিএল। টুর্নামেন্ট শুরুর আগের দিন ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। দলটির মালিকানা নিয়ে নিয়েছে বিসিবি। এছাড়া বিপিএলের আগে কোনো ক্যাপ্টেন্স ফটোশুট অনুষ্ঠিত হয়নি। দেখা যায়নি ট্রফিও। এমনকি ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডের কথা থাকলেও সেটাও যথাসময়ে ব্যবস্থা করতে পারেনি বিসিবি।
আগের মতোই জোড়াতালির বিপিএল আয়োজন করা হচ্ছে। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান মনে করেন ফ্র্যাঞ্চাইজিদের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। এমন কিছু করা উচিত না যাতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে দেশকে নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রংপুরের অধিনায়ক বলেন, ‘দেখেন একজন খেলোয়াড় হিসেবে আমার কাজটা হচ্ছে মাঠে খেলা। আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি একটা চিন্তিত নই। যেটা বললাম যে মাঠের টুর্নামেন্টটা যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তবে একই সঙ্গে আমার কাছে মনে হয় যে দলগুলোর আরও দায়িত্ব বেশি থাকা উচিত, কারণ এটা একটা বিশ্বব্যাপী পরিচিত প্রতিযোগিতা যেটা সবাই অনুসরণ করছে। তাই এমন কিছু আসলে আমাদের করা উচিত না যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে আমার কাছে মনে হয় বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত।’
বাকি দলগুলো থেকে অনেকটাই গোছানো রংপুর রাইডার্স। সবার আগে তারা ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে বিপিএলের কয়েক মৌসুম ধরেই রংপুরের নেতৃত্ব দিচ্ছেন সোহান। তিনি মনে করেন এরকম আর ছয়টি ফ্র্যাঞ্চাইজি হলেই ক্রিকেটারদের উন্নতির ভালো সুযোগ থাকবে।
রংপুরের পেশাদারিত্ব নিয়ে প্রশংসা করে সোহান বলেন, ‘আমাদের দলীয় ব্যবস্থাপনা বা মালিকপক্ষ যারা, তাদের যে আবেগ ক্রিকেটের প্রতি, তা আমার কাছে মনে হয় অসাধারণ এবং অবশ্যই তাদের ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে আমি আশা করব যে এরকম ধরনের ছয়টা দল এবং পেশাদার দল যদি আমাদের বিপিএলে আসে, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটারদের অনেক বেশি উন্নতি করার সুযোগ থাকত এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যেতে পারত।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকেও জানানো হয়েছে, এবারের বিপিএল আয়োজন করা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি সরে দাঁড়ানোর ফলে তারা বেশ বিপাকেই পড়েছেন। সোহান মনে করেন, বিপিএল সুন্দরভাবে আয়োজনের জন্য বোর্ড চেষ্টার কোনো কমতি রাখছে না।
সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় যে খুব বড় একটা চ্যালেঞ্জ এবারের বিপিএলটা আয়োজন করা। কিন্তু একই সঙ্গে আমাদের মনে হতে হবে যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে বোর্ডও অনেক চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে এখান থেকে ইতিবাচক দিক যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত এবং দলগুলো আমার কাছে মনে হয় সবগুলো দল খুবই ভারসাম্যপূর্ণ দল। তাই প্রতিযোগিতা শুরু হলে আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট হবে।’