
দেশসেরা নারী শুটার কামরুন নাহার কলিকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ বিষয়ে কলির ক্লাব নৌবাহিনী শুটিং ক্লাবের কাছে চিঠি পাঠিয়েছে ফেডারেশন।
শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ফেডারেশন পরিচালিত ক্যাম্পে ‘কোড অব কন্ডাক্ট (আচরণবিধি)’ ভঙ্গ করেছেন কামরুন নাহার। এ জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুটিং ক্রীড়ার সব কার্যক্রম থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

সাময়িকভাবে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। এছাড়া স্থায়ীভাবে কেন কামরুন নাহার কলিকে বহিষ্কার করা হবে না, এ নিয়ে তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
সম্প্রতি ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির অভিযোগ উঠলে কামরুন নাহার কলিও শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। আরও একজন শুটারও একই অভিযোগ করেন। যদিও জি এম এম হায়দার এ সব অভিযোগ বানোয়াট বলেছেন।