
চলতি অ্যাশেজের সিডনি টেস্ট দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন স্টিভেন স্মিথ। এতে ইংলিশ কিংবদন্তি স্যার জ্যাক হবসকে টপকে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। অ্যাশেজের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্মিথের সামনে এখন কেবল সর্বকালের সেরা স্যার ডন ব্র্যাডম্যান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সিডনি টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নেওয়ার পথেই এই মাইলফলক স্পর্শ করেন স্মিথ। ইনিংসের ৮৪ রান নেওয়ার মাধ্যমে হবসকে পেছনে ফেলেন সাবেক এই অজি অধিনায়ক।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক এই লড়াইয়ে ৪১ ম্যাচে ৭৩ ইনিংসে স্মিথের বর্তমান রান ৩ হাজার ৬৫৩। অন্যদিকে ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক হবস ৪১ ম্যাচে ৭১ ইনিংসে করেছিলেন ৩ হাজার ৬৩৬ রান।
শুধু রানেই নয়, সেঞ্চুরির সংখ্যাতেও হবসকে ছাড়িয়ে গেছেন স্মিথ। এই ম্যাচের আগে দুজনেই অ্যাশেজে ১২টি করে সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরির মালিক ছিলেন। সিডনির সেঞ্চুরিটি দিয়ে স্মিথ এখন এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন।
তালিকার দুইয়ে উঠলেও চূড়ায় পৌঁছানোটা স্মিথের জন্য বেশ কঠিন। এই তালিকায় সবার ওপরে থাকা ডন ব্র্যাডম্যান অবশ্য ধরাছোঁয়ার বেশ বাইরে। এই কিংবদন্তি অ্যাশেজে মাত্র ৩৭ ম্যাচে ৬৩ ইনিংসে ৮৯.৭৮ গড়ে করেছিলেন ৫ হাজার ২৮ রান। তার সেঞ্চুরি ১৯টি। তাই ব্র্যাডম্যানের এই রেকর্ড ভাঙা স্মিথের জন্য প্রায় অসম্ভব।