
অভিনেতা দেবের একটি বিতর্কিত মন্তব্যের কারণে সৃষ্ট আলোচনা-সমালোচনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শুভশ্রী, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘দেব ভুল বলেছে।’
সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ ছবির প্রচারের স্বার্থে প্রায় এক দশক পর এক মঞ্চে এসেছিলেন দেব এবং শুভশ্রী। তবে, সিনেমা মুক্তির পরপরই দেব মন্তব্য করেন ‘দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর ওই ইনোসেন্স নেই,’ যা শুভশ্রীর মনঃক্ষুণ্ণ হওয়ার কারণ হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দেয়।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী এই পুরো বিষয়টি নিয়ে কথা বলেন। ‘ধূমকেতু’ ছবির প্রচারে দেবের সঙ্গে এক মঞ্চে আসা প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি জীবনে যা করেছি সততার সঙ্গে করেছি। আমি যখন ‘ধূমকেতু’-এর প্রচারের জন্য হ্যাঁ বলেছিলাম, সেটা সৎভাবেই বলেছি।’
শুভশ্রী আরও বলেন, ‘সত্যি বলতে আমাদের জুটিটা বাঁচিয়ে রাখতে আমরা কেউ কোনো এফোর্ট দেইনি, ইন্ডাস্ট্রির কেউ দেয়নি। শুধু অডিয়েন্স আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে ভালোবাসায়। ফ্যানেরা আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে।’ সেই ভালোবাসা ও সমর্থনের ফল ছিল সেই রাতে তাদের এক মঞ্চে আসা, যা তিনি কখনই অপমান করতে পারেন না।
অভিনেত্রী শুভশ্রী জোর দিয়ে বলেন, ‘আমরা যে চরিত্রগুলো করছি শুধু সেগুলো থাকবে না কিন্তু আমাদের কথাগুলো থেকে যাবে। আমরা কীভাবে মানুষকে ট্রিট করছি থেকে যাবে।’ তিনি বলেন, ‘আমি কীভাবে পুরুষকে ট্রিট করছি, একজন পুরুষ আমাকে কীভাবে ট্রিট করছে সবটা থেকে যাবে।’
দেবের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দেবের পরের ইন্টারভিউটাও দেখেছিলাম। তার প্রত্যেকটা ইন্টারভিউতে হয়ত না বুঝেই নিজের অনুভূতিটা ব্যক্ত করেছে। আমি কিন্তু আগেও বলেছি, হয়ত ও না বুঝেই বলেছে। কিন্তু সেটা অনেক মানুষকে কষ্ট দিতে পারে। তবে আমি এখনও বলব, সে ভুল বলেছে।’
শুভশ্রী মনে করেন, ‘পুরুষ মানেই বিশাল বড় জায়গায় আছে, মেয়েরা চুপ করে যাবে কিছু বলবে না—অবশ্যই বিশাল বড় জায়গায় কেউ থাকলে তাকে তোষামোদ করা হবে। সেই কারণেই আমি কোনো প্রমোশন্যাল প্রয়োজনীয়তা না থাকলে প্রেসের সঙ্গে সেভাবে কথা বলি না। ‘ধূমকেতু’র পর ওই জিনিসটা হওয়ার দরকার ছিল না।’ তিনি আরও বলেন, অনেক সময় নারীকে সুর চড়াতে হয়, কারণ তাদের জন্য সওয়াল করা নিরপেক্ষ মানুষদের বোঝানোর দরকার ছিল যে তিনিও তাদের সঙ্গেই আছেন।