
সম্প্রতি বিসিবির পরিচালক ও সিসিডিএমের প্রেসিডেন্ট আদনান রহমানের এক মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে তৈরি হয়েছে উত্তেজনা। একটি বেসরকারি টেলিভেশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দীপন বলেছিলেন, বিসিবির অন্তর্বর্তীকালীন বোর্ডের সময়ে যেই দুর্নীতি হয়েছে, তা ছাড়িয়ে গিয়েছে নাজমুল হাসান পাপনের এক যুগের বেশি সময়ের দুর্নীতিকে।
মূলত ২০২৪ আগস্টে বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। এরপর ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। সাবেক এই ক্রিকেটার প্রায় ৯ মাস দায়িত্ব পালন করেছেন ক্রিকেট বোর্ডের। তার আমলে ক্রিকেট বোর্ডে একাধিক দুর্নীতির কথা সামনে এসেছে। ২০২৪ বিপিএলে দুর্নীতি ও ফিক্সিংয়ের ঘটনা তো ‘ওপেন সিক্রেট।’ এরপর গেল মে মাসে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। যদিও বোর্ডের দায়িত্ব নেওয়ার মাস ছয়েক পেরিয়ে গেলেও এখনো পায়ের তলায় মাটি খুঁজছে বুলবুলের বোর্ড। কখনো বোর্ডে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রথম বিভাগের ক্লাবগুলোর বিদ্রোহ, এমনকি উইকেটের মাটি চুরির মতো ঘটনা ঘটেছে।
গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আমিনুল ইসলাম বুলবুল। যেখানে তাকে সাম্প্রতিক আদনান রহমান দীপনের করা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি দীপনের অভিযোগ ব্যক্তিগত বলে আখ্যায়িত করেছেন। বোর্ড সভাপতি বলেন,’ এটা তার ব্যক্তিগত মত। আমি তার এমন মন্তব্যকে উড়িয়ে দিচ্ছি।’
সেই সাক্ষাৎকারে দীপন বলেছেন, দুর্নীতির বিষয়ে তদন্ত চলমান, তদন্ত শেষে এমন কিছু নাম সামনে আসবে, তা সবাইকে চমকে দিবে। পরিচালকের এমন মন্তব্য নিয়ে সভাপতি বলেন, ‘এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। আমরা যেটা করছি, সেটা হচ্ছে সব মিলিয়ে গেল ১৫ বছরে বাংলাদেশ ক্রিকেটে যে জায়গাগুলো মনে হয়েছে, আমাদের কাজ করা উচিত, সেসব জায়গায় আমরা কাজ করছি।’
এই বিষয়ে বুলবুল আরও বলেন, ‘আপনারা জানেন, ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত ১৫ বছর, এক ওভারে ৯০ রানও দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরও কোনো হদিস নেই। সব অডিট এখন চলছে। আপনি যে কথা বলেছেন (দীপনের অভিযোগ), সেটা আমি মেনে নিচ্ছি না, এটা তার ব্যক্তিগত মত।’
এছাড়াও আসন্ন বিপিএল নিয়ে বিসিবি সভাপতি জানান, এটা তার জন্য নতুন একটা ইভেন্ট। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘এটা ১২তম আসর। এর আগে আমি কোনো কোচও হয়নি, কর্মকর্তাও হয়নি, আমার কোনো রোল ছিল না। যদিও এবারের বিপিএলে দুটি কাজ করতে চান তিনি। এই বিষয়ে তিনি বলেন, ‘একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন বিপিএল আয়োজন করা ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া।’