
গেল মে মাসে বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সাবেক এই ক্রিকেটার বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ক্রিকেটের সংস্কার নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন, খেলতে চেয়েছিলেন টি-টোয়েন্টি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনা-সমালোচনাও কম হয়নি। প্রথম বিভাগের ক্লাবগুলোর লিগ বর্জন থেকে শুরু করে বিপিএলের গেল আসরের ফিক্সিং কাণ্ড, ঢাকা লিগ নিয়ে উত্তেজনা-সবকিছু মিলিয়ে ভালো সময় পার করছে না বুলবুলের বোর্ড।
তার আগে গেল আগস্টে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। যিনি বর্তমানে বিসিবির সহ-সভাপতির দায়িত্বে আছেন। ফারুকের নেতৃত্বে বিসিবি চলেছিল প্রায় নয় মাস। সেই সময়ে বিসিবিতে যে দুর্নীতি হয়েছে, তা ছাড়িয়ে গিয়েছে নাজমুল হাসান পাপনের এক যুগের বেশি সময়ের শাসন আমলকেও।
সাম্প্রতিক সময়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিযোগ তুলেছেন বিসিবির পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। তার এমন মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে। আত্মবিশ্বাস নিয়ে দীপন বলেছিলেন, ‘নতুন বোর্ডের অধীনে গেল ছয় মাসে যে দুর্নীতি হয়েছে, তা সাবেক বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের ১৫ বছরের দুর্নীতিকে ছাড়িয়ে গিয়েছে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে।’
তার এমন মন্তব্যের পরও এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি ক্রিকেট বোর্ড। গতকাল একটি অনুষ্ঠানে এসেছেন বিসিবির পরিচালক ও বিপিএল গভার্নিং কাউন্সিলরের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। পাপনের বোর্ড থেকে শুরু করে ফারুকের অন্তর্বর্তীকালীন বোর্ড এবং বর্তমান আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। সবখানে কোনো না কোনো দায়িত্বে ছিলেন ইফতেখার রহমান মিঠু। দীপনের এমন অভিযোগ নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে এই পরিচালক বলেন, ‘আমার কাছে এটার কোনো জবাব নেই। উনি (দীপন) ভালো বলতে পারবেন। উনি বলেছেন তদন্ত করলে বের হয়ে আসবে।’
দীপনের এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে মিঠু বলেন, ‘১৫ বছর আর ৬ মাস তো এক না। পনেরো বছরে ১০০ কোটি টাকা খরচ হলে এই কয়েক মাসে খরচ হয়েছে ২০ কোটি। উনি কোন হিসেবে বলেছেন, সেটা উনি বলতে পারবেন।’
এছাড়াও সম্প্রতি পূর্বাচল মাঠ থেকে উইকেটের মাটি চুরি হয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি ক্রিকেট বোর্ড। ইফতেখার রহমান মিঠু মনে করেছেন আদনান রহমান দীপন পূর্বাচলের সেই ঘটনাকে কেন্দ্র করে এই কথা বলেছেন। বলেন, ‘উনি হয়তো গুছিয়ে বলতে পারেনি। এটা ওনাকে জিগ্যেস করতে হবে।’