
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। দলের এই জয়ে সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে তার মতে, সবচেয়ে প্রশংসনীয় দিক ছিল দলের কৌশলগত পরিবর্তন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি দলে কিছু কৌশলগত পরিবর্তন দেখেছি। টিম ম্যানেজমেন্ট যেভাবে পরিকল্পনা করেছে, তা দারুণভাবে কাজে দিয়েছে। সব মিলিয়ে দল ভালো খেলেছে।’
বুলবুল জানান, রিশাদ হোসেনের বোলিং ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, ‘তাসকিন, নাসুম ভালো বল করেছে। তবে রিশাদ দুই স্পেলে যেভাবে উইকেট টু উইকেট বল করেছে, তা অসাধারণ। ওর বোলিংয়ে কৌশলগত পরিবর্তন স্পষ্ট ছিল।’
বাংলাদেশের ভাগ্য এখন নির্ভর করছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা তিন ম্যাচের মধ্যে দুটি জিতেছি। ছেলেরা ভালো খেলছে। আশা করি আমরা সুপার ফোরে যেতে পারব ইনশা আল্লাহ।’
তবে দলের কিছু দুর্বলতার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে ৭ থেকে ১৪ এবং ১৪ থেকে ১৮ ওভারের মাঝে রান তোলার গতি কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই সময়গুলোতে আমরা যদি গতি ধরে রাখতে পারি, তাহলে অনায়াসে ১৯০–২০০ রান করা সম্ভব। গতকালও ১৯০ রান করা যেত।’