
লিগস কাপের ফাইনালে হারের পর মাঠে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ইন্টার মায়ামির তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস প্রতিপক্ষের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে ফের বিতর্কে জড়ালেন। ঘটনার চারদিন পর নিজের কাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।
সোমবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হারে ইন্টার মায়ামি। ম্যাচের শেষ বাঁশি বাজার পর বিজয়ের আনন্দে উদ্যাপন করছিলেন সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেদ ভার্গাস। ঠিক সেই সময় হঠাৎ উত্তেজিত হয়ে তার দিকে তেড়ে যান সুয়ারেস। মুহূর্তেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি শুরু হয়ে যায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, সুয়ারেস সাউন্ডার্সের কোচিং স্টাফদের একজনের দিকে থুথু মারেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। ঘটনাটি চলে প্রায় কয়েক মিনিট ধরে।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় সুয়ারেস বলেন, ‘প্রথমেই সিয়াটল সাউন্ডার্সকে শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ম্যাচ শেষে আমি যে আচরণ করেছি, তা অনুচিত ছিল। আমি সবার কাছে ক্ষমা চাইছি।’
তিনি আরও লেখেন, ‘তখন পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাপূর্ণ এবং হতাশাজনক। কিছু মুহূর্ত থাকে যা আমাদের মনের ওপর প্রভাব ফেলে, কিন্তু তা কোনোভাবেই আমার আচরণের যৌক্তিকতা দেয় না।’
এ ঘটনার নিন্দা জানিয়েছে ইন্টার মায়ামি ক্লাবও। এক বিবৃতিতে তারা বলেছে, খেলাধুলার চেতনার পরিপন্থী এমন ঘটনায় ক্লাব উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মান জানাবে।
উল্লেখ্য, সুয়ারেসের অতীতেও বিতর্কিত আচরণ রয়েছে। তিনি লিভারপুল, বার্সেলোনা ও জাতীয় দলের হয়ে মাঠে তিনবার প্রতিপক্ষকে কামড়ে শাস্তি পেয়েছেন। একবার বর্ণবাদী আচরণের অভিযোগেও শাস্তির মুখে পড়েছিলেন—যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছিলেন।
ফাইনালের এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট খেলোয়াড়দের কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে, আগামী ১৬ সেপ্টেম্বর মেজর লিগ সকারে আবারও মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও সিয়াটল সাউন্ডার্স। ফলে উত্তেজনার আঁচ আগেভাগেই টের পাচ্ছে ফুটবল ভক্তরা।