
তামিল তারকা থালাপতি বিজয়–এর বহুল আলোচিত শেষ ছবি জন নায়াগান–এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। সেন্সর–সংক্রান্ত মামলায় মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বিষয়টি আবার একক বিচারকের বেঞ্চে ফেরত পাঠিয়েছে। ফলে আপাতত কোনো স্বস্তি পায়নি ছবিটির প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস।
সোমবার (২৬ জানুয়ারি) মাদ্রাজ হাইকোর্ট–এর প্রধান বিচারপতি এম এম শ্রীবাস্তব ও বিচারপতি জি অরুল মুরুগনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের (কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড) সঙ্গে প্রযোজকের আইনি বিরোধের কারণেই ছবিটির মুক্তি আটকে রয়েছে।
কেন আটকে গেল মুক্তি
বিজয়ের শেষ ছবি হিসেবে আলোচিত ‘জন নায়াগান’ গত ৯ জানুয়ারি মুক্তির কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেন্সর ছাড়পত্র না পাওয়ায় মুক্তি পিছিয়ে যায়। এরপর কয়েক সপ্তাহ ধরে একের পর এক আইনি পদক্ষেপ নেন নির্মাতা ও প্রযোজকেরা। তবু এখনো ছবিটি সেন্সর সার্টিফিকেট পায়নি।
হাইকোর্টে পর্যবেক্ষণ
সোমবার শুনানিতে ডিভিশন বেঞ্চ সিবিএফসিতে জমা পড়া একটি অভিযোগ পাঠ করে শোনান। অভিযোগটি করেছিলেন সেন্সর বোর্ডের পরীক্ষণ কমিটির এক সদস্য। আদালতের পর্যবেক্ষণ ছিল, আগের একক বিচারকের আদেশে সিবিএফসিকে তাদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি।
আদালত আরও লক্ষ্য করেন, সিবিএফসির চেয়ারম্যান প্রসূন জোশীর আদেশকে চ্যালেঞ্জ করে কোনো নির্দিষ্ট আবেদন করা হয়নি। সে কারণে প্রযোজনা সংস্থাকে আগে সেই আদেশ চ্যালেঞ্জ করার নির্দেশ দেওয়া হয়। এসব কারণ দেখিয়ে ডিভিশন বেঞ্চ একক বিচারকের আগের আদেশ বাতিল করে নতুন করে শুনানির জন্য মামলাটি আবার একক বেঞ্চে পাঠান।
মামলার পেছনের ঘটনা
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়, গত ডিসেম্বর সিবিএফসির পরীক্ষণ কমিটি ছবিটি দেখে ১৪টি কাটের শর্তে ‘ইউএ ১৬+’ সার্টিফিকেট দেওয়ার কথা জানিয়েছিল। নির্মাতারা সেই কাটগুলো মেনে নিলেও দীর্ঘ সময় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
৫ জানুয়ারি বাধ্য হয়ে তাঁরা হাইকোর্টে যান। সিবিএফসির দাবি ছিল, একটি অভিযোগ পাওয়ার পর তারা সার্টিফিকেশন প্রক্রিয়া স্থগিত রেখেছে, কারণ ছবির কিছু অংশ ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। একক বিচারক তখন সিবিএফসিকে ছবি সার্টিফাই করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই আদেশের বিরুদ্ধে আপিল করে সিবিএফসি স্থগিতাদেশ নেয়।
পরবর্তী সময়ে প্রযোজকেরা সুপ্রিম কোর্টে গেলেও সেখান থেকে কোনো তাৎক্ষণিক স্বস্তি মেলেনি। শীর্ষ আদালত বিষয়টি হাইকোর্টেই নিষ্পত্তির নির্দেশ দেয়। ২০ জানুয়ারি শুনানি শেষে রায় সংরক্ষণ করা হয়, যা ২৭ জানুয়ারি ঘোষণা করা হয়।
‘জন নায়াগান’-এর মাধ্যমে অভিনয়জগৎকে বিদায় জানাতে চলেছেন বিজয়। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হবেন বলে আগেই জানিয়েছেন। তাঁর দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) থেকে আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।
এইচ বিনোথ পরিচালিত ছবিটি মূলত তেলেগু পরিচালক অনিল রবিপুডির বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’ ছবির রিমেক। এতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন মমিতা বাইজু, ববি দেওল ও পূজা হেগড়ে।
সূত্র: হিন্দুস্তান টাইমস