
বাংলাদেশে ডেঙ্গুতে টানা তৃতীয় দিনের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আরও একজনের মৃত্যু হয়েছে, যিনি বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের (৩ জুলাই) বুলেটিনে জানানো হয়, একদিনে নতুন করে ৩৫৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪৫৬ জনে।
এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৮ জন, ঢাকা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ২৯ জন এবং সিলেট বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩২৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৩৫১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৯৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১১ জন, যার মধ্যে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এটি ছিল মৃতের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ ও আক্রান্তের হিসেবে তৃতীয় সর্বোচ্চ বছর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হয়। ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয় এবং মৃত্যু হয়েছিল রেকর্ড ১ হাজার ৭০৫ জনের।