
এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে দুর্দান্ত শুর করেছে বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ মানিক। এছাড়া রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি ও আকাশ আহম্মদ করেন একটি করে গোল।
ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মানিকের দুর্দান্ত ক্রস থেকে দক্ষতার সঙ্গে হেড দিয়ে গোল করেন রিফাত কাজী। ২৮ মিনিটে ফয়সালের ফ্রি-কিক থেকে মানিক বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন।
এরপর প্রথমার্ধের বিরতির আগে বক্সে জটলার মধ্যে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন মানিক। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই আজাদের দারুণ পাস থেকে বায়েজিদ বোস্তামি ঠান্ডা মাথায় বল জালে পাঠান। ম্যাচের ৮৮ মিনিটে আকাশের দূরপাল্লার শট থেকে বাংলাদেশ ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় বেশ খুশি বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফে থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। প্রথম মিনিট থেকেই হাই প্রেসিং ও বিল্ড-আপ ফুটবল খেলেছে। আমাদের লক্ষ্য ছিল শুরুতেই গোল আদায় করা।’