
মেসি-জ্বরে পুড়ছে গোটা ভারত। কলকাতা থেকে মুম্বাই কিংবা দিল্লি, বিশ্বকাপজয়ী অধিনায়কের আগমনের খবরে উচ্ছ্বাসিত গোটা ভারত। সবকিছু ঠিক থাকলে গতকাল শেষ রাতে কলকাতা বিমানবন্দরে পা রাখার কথা লিওনেল মেসির। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’। এই সফর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এক বিরল আনন্দের উৎসব। ২০১১ সালে যুবভারতীতে ভেনেজুয়েলার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছিলেন লিওনেল মেসি। সে সময় তিনি ছিলেন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, কিন্তু বিশ্বকাপজয়ী নন। এবার ১৪ বছর পর তিনি ফিরেছেন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে।
কলকাতায় মেসির আগমন ঘিরে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে প্রায় ২ হাজার পুলিশ সদস্য। বিধাননগর পুলিশ কমিশনারেটের পাশাপাশি কলকাতা এবং রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিট এই দায়িত্বে থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণ, বিশেষ বাহিনীর উপস্থিতি, কঠোর নিরাপত্তা প্রটোকল সব মিলিয়ে শহরে এক উৎসবমুখর সতর্কতা।
সবকিছু ঠিক থাকলে আজ সকাল থেকেই শুরু হবে মেসির ব্যস্ত কর্মসূচি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হোটেলে বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে তার ৭০ ফুট উচ্চতার ভার্চুয়াল প্রতিকৃতি ‘মনোমেন্টো দে মেসি’ উদ্বোধন করা হবে। নিরাপত্তার কারণে উন্মোচনটি ভার্চুয়ালি হলেও মেসির উপস্থিতিকে ঘিরে স্টেডিয়ামে উৎসবের আবহ থাকবে। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে মেসি পৌঁছাবেন যুবভারতীতে।
দুপুর ১২টায় মাঠে যোগ দেবেন বলিউডের কিং শাহরুখ খান। ১২টা ৩০ মিনিটে এসে তার সঙ্গে যুক্ত হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভগাঙ্গুলি। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা ও সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠান। সব কাজ শেষ করে দুপুর ২টা ৩০ মিনিটে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন। সব মিলিয়ে সাড়ে ১২ ঘণ্টার মতো সময় কলকাতায় থাকবেন তিনি।
হায়দরাবাদ অংশে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজীব গান্ধী স্টেডিয়ামে একটি বিশেষ প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন মেসি, যেখানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ও উপস্থিত থাকবেন। সন্ধ্যায় মেসিকে সম্মান জানিয়ে থাকবে কনসার্ট এবং সংবর্ধনার আয়োজন। এ সফরের মাধ্যমে রাজ্য সরকার ফুটবল একাডেমি ও অবকাঠামো উন্নয়নকে আরও এগিয়ে নিতে চায় আগামীকাল মুম্বাইয়ে সফরের দ্বিতীয় দিন দুপুর ৪টায় ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় প্যাডেল কাপে অংশগ্রহণ করবেন মেসি। সেখানে শচীন টেন্ডুলকার, শুভমান গিল, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এরপর ৪টা ৩০ মিনিটে হবে সেলিব্রিটি ফুটবল ম্যাচ এবং বিকাল ৫টা ৩০ মিনিটে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে বিশেষ অনুষ্ঠান। এরপর সন্ধ্যায় একটি চ্যারিটি ফ্যাশন শোতেও অংশ নেবেন মেসি, সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।
সফরের শেষ দিন ১৫ ডিসেম্বর দুপুর ২টায় অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরেকটি বড় অনুষ্ঠান, যেখানে মিনার্ভা একাডেমির তিন ট্রফিজয়ী যুব ফুটবলারদের সম্মাননা দেওয়া হবে। সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে মেসি ভারত সফর শেষ করবেন। ১৪ বছর পর আবারও মেসিকে সামনে দেখার সুযোগ পেয়ে ভারত জুড়ে চলছে প্রস্তুতি ও উন্মাদনা। ফুটবলপ্রেমীরা দিন গুনছে কবে আবার মেসির পা মাটিতে পড়বে। মাত্র তিন দিন, এই বিশ্বজয়ী কিংবদন্তিকে সামনে দেখার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে।