
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আহমেদাবাদে ভারতের বিপক্ষে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে স্বাগতিকদের বিপক্ষে কোনো ধরনের প্রতিরোধই গড়ে তুলতে পারেননি সফরকারীরা। তাতে পাঁচ দিনের ম্যাচ শেষ হয় তিন দিনে। যেখানে উইন্ডিজদের ১৪০ রানের ইনিংস ব্যবধানে হারিয়ে ম্যাচ জেতে শুভমান গিলের দল।
গতকাল তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। অন্যদিকে নিজেদের প্রথম ইনিংসে লোকেশ রাহুলের ১০০ এবং ধ্রুব জুরেল ১২৫ এবং রবীন্দ্র জাদেজা অপরাজিত ১০৪ রানের ইনিংসে ভর করে স্কোর বোর্ডে ৪৪৮ রান জমা করে ভারত। এরপর ইনিংস ঘোষণা করেন স্বাগতিকরা।
তবে ভারতীয় স্পিনারদের তোপের মুখে পড়ে দ্বিতীয় ইংনিসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় উইন্ডিজরা। ফলে ১৪০ রানের ইনিংস ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তৃতীয় দিনে খেলা শেষ করতে ভারতের দুই সেশনেরও কম সময় লেগেছিল, যেখানে জাদেজা, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট ভাগাভাগি করে নেন। ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম করে ম্যাচসেরা হন জাদেজা।
এমন দুর্দান্ত জয়ের পর দলের স্পিনারদের প্রশংসা করেন অধিনায়ক গিল। তিনি বলেন, ‘যখন আপনার কাছে তাদের মতো মানসম্পন্ন স্পিনার থাকে, তখন রোটেট করতে পারা কঠিন। কিন্তু অনেকের বিকল্প থাকা ভালো, না থাকার চেয়ে অনেক বেশি বিকল্প থাকা ভালো।’