
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে অধিনায়কের নাম ঘোষণা করেছে ঢাকা ক্যাপিটালস। তাসকিন আহমেদ ও দাসুন শানাকার মতো ক্রিকেটারকে ছাপিয়ে ঢাকার নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে।
রোববার (২১ ডিসেম্বর) পূর্বাচলে ঢাকার আনুষ্ঠানিকভাবে বিপিএল প্রস্তুতি শুরু হয়েছে। সেখানেই অনুশীলনের ফাঁকে মিঠুনকে অধিনায়ক ঘোষণা করা হয়।
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতির দায়িত্বও পালন করছেন মিঠুন। অধিনায়কত্ব করেছেন এনসিএলে। এছাড়া গেল বছর মিঠুনের নেতৃত্বেই বিপিএলের ফাইনালে উঠেছিল চিটাগাং কিংস।
এ বছর বেশ শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। শানাকা-হেলস উসমান খানের মতো বিদেশিদের পাশপাশি দলে আছেন শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান, তাসকিন, সাইফ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলামের মতো দেশি তারকা ক্রিকেটার। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ১টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস।