
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে পাকিস্তানি ওপেনার ফখর জামানের আউট নিয়ে বিতর্ক চলছেই। তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি ফখরের আউট নিয়ে কথা বলতে গিয়ে টেনে এনেছেন আইপিএলকে।
রোববার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বলে উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফখর জামান। তবে পাকিস্তান দলের দাবি, বল স্যামসনের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে লেগেছিল।
আউট হয়ে ফেরার পথে অসন্তোষ প্রকাশ করেন ফখর। ডাগআউটে ফেরার পথে মাথা নাড়াতে দেখা যায় তাকে। পাকিস্তান অধিনায়ক সালমান আগাও ম্যাচ শেষে বলেছেন, তিনি মনে করেন এটি আউট ছিল না।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘তার তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে।’ অর্থাৎ, আম্পায়ার হয়তো আইপিএলে দায়িত্ব পাওয়ার জন্য ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন।
উপস্থিত আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও আফ্রিদির সঙ্গে একমত হন। তিনি বলেন, ‘ওরা সব অ্যাঙ্গেল দেখেনি। ফখর তখন তিনটি চার মেরেছিল এবং সহজে বুমরাহকে সামলাচ্ছিল। তার উইকেট ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’
সাবেক গতি তারকা শোয়েব আখতারও সিদ্ধান্তকে ভুল বলেছেন। তার মন্তব্য, ‘ফখর আউট ছিল না। ২৬টি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন কেবল দুই দিক থেকে রিপ্লে দেখা হলো? যদি ফখর টিকে যেত, ম্যাচ ঘুরে যেতে পারত।’