
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে কম নাটক হয়নি। আর একদিন বাদেই সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে নির্বাচন। এবারের বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালসহ অন্তত ১৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। যার কারণে অনেকটা রং হারিয়েছে নির্বাচন।
রোববার (৫ অক্টোবর) মিরপুরে হাজির হয়েছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তামিমদের নির্বাচন থেকে সরে যাওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘যারা এখানে আসছে না বা বয়কট করেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। এর বাইরে কোনো কথা বলবো না।’
একাধিকবার নির্বাচনে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বুলবুল বলেন, ‘আমার ঠিক মনে নেই, কবে আমি বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছেন বা ক্রীড়া উপদেষ্টা সহযোগিতা করেছেন, যে সময়সীমার মধ্যে আমি কাজ করছিলাম।’
বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে বুলবুল আরও বলেন, ‘আমার মনে হয়েছে যে, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আমাকে চালিয়ে যেতে হবে। যারা আমাকে ভোট দিচ্ছেন বা দেবেন না, কিংবা আপনারা যারা আছেন, যদি মনে করেন যে আমি যথেষ্ট যোগ্য নই, তবে আমি যেকোনো সময় সরে যেতে প্রস্তুত। তবে একই সঙ্গে আমার একটাই লক্ষ্য– বাংলাদেশ ক্রিকেট (এর উন্নতি)।’