
কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান ‘মহা জাদু’ প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে। হাবিব ওয়াহিদের সঙ্গে গানটি গেয়েছেন তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগরি রুস্তম।
কোক স্টুডিও এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘মহা জাদু’ গানের কথা লিখেছিলেন আধ্যাত্মিক কবি খোয়াজ মিয়া, যিনি ছিলেন দুরবীন শাহের শিষ্য। ভক্তি আর আত্মসমর্পণ থেকে জন্ম নেওয়া সেই কবিতা হাবিব ওয়াহিদের সুরে আর তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমের কণ্ঠে নতুনভাবে ফিরছে। আধুনিক ছন্দ, প্রাণবন্ত সুর আর হৃদয়স্পর্শী কণ্ঠ মিলিয়ে কবিতাটি নতুন রূপ পেয়েছে।
‘মহা জাদু’ কোক স্টুডিও বাংলা-সিজন ৩ এর ষষ্ঠ ট্র্যাক এবং কোক স্টুডিওতে হাবিবের প্রথম পরিবেশনা। কোক স্টুডিও বলছে, “হাবিব তার দীর্ঘ সংগীত যাত্রায় যেভাবে বাউল সুরকে আধুনিক সংগীতের মিশেলে বুনেছেন তেমনি এই গানেও তিনি ফিরিয়ে এনেছেন ঐতিহ্যের জাদু, এক নতুন রূপ।”
এই গানের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মত পেল তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমকে। তাজিকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকারের মধ্যে একজন মেহরনিগরি রুস্তম। ১৯৯৪ সালের ১৪ অক্টোবর তার জন্ম, সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা।
প্রায় এক দশকের ক্যারিয়ারে ‘গুল’, ‘নিগিন আনোর’, ‘আনার আনার’সহ বেশ কয়েকটি আলোচিত গান উপহার দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামেও বেশ সরব মেহরনিগরি রুস্তম। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।