
সংবেদনশীল তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেইজিং জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা এবং প্রশিক্ষণ মিশন পরিচালনার জন্য এই যাত্রা।
সাম্প্রতিক বছরগুলোতে চীন সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এতে পূর্ব এশিয়ার কিছু সরকার ‘হতাশা’ প্রকাশ করেছে করেছে। যদিও চীন জোর দিয়ে বলেছে, তাদের লক্ষ্য শান্তিপূর্ণ।
চীনের দুটি বিমানবাহী রণতরী জাহাজ চালু ছিল – লিয়াওনিং ও শানডং। নতুন রণতরী ফুজিয়ান বর্তমানে সমুদ্রে পরীক্ষামূলকভাবে চলছে।
শুক্রবার চীনের নৌবাহিনী জানিয়েছে, আন্তঃআঞ্চলিক পরীক্ষা চালানো ‘বিমানবাহী রণতরীটির নির্মাণ প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ।’
তবে সংবেদনশীল তাইওয়ান প্রণালী দিয়ে রণতরীটির ট্রানজিট ‘একটি শক্তিশালী সামরিক শক্তি এবং এর বাইরেও একটি সামুদ্রিক সুপারপাওয়ার হিসাবে চীনের উত্থানের ইঙ্গিত।’ এমনটাই বলছেন সিঙ্গাপুরের এস. রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো কলিন কোহ।
তিনি বলেন, ‘এটি চীনের নতুন সামরিক শক্তিকে আরও জোরদার করার এবং সম্ভাব্য প্রতিপক্ষদের কাছে একটি সত্যিকারের সংকেত পাঠানোর জন্য’ হতে পারে।
শুক্রবার তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ‘পরিস্থিতি সম্পূর্ণরূপে বোঝার জন্য যৌথ গোয়েন্দা ও নজরদারি উপায় ব্যবহার করেছে।’
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে তারা তিনটি চীনা নৌবাহিনীর জাহাজ চিহ্নিত করেছে, যারা বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের (চীনা ভাষায় দিয়াওয়ু দ্বীপপুঞ্জ) প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জলসীমায় দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হচ্ছে।
একটি বিবৃতিতে তারা বলেছে, জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স প্রথমবারের মতো ফুজিয়ান বিমানবাহী রণতরীটিকে শনাক্ত করেছে।
জাপান জুলাই মাসে বলেছিল, চীনের তীব্রতর সামরিক তৎপরতা তাদের নিরাপত্তার ওপর ‘গুরুতর প্রভাব ফেলতে পারে।’ গত আগস্টে একটি বার্ষিক হুমকি মূল্যায়নে জাপান চীনা সামরিক বিমানের ‘অনুপ্রবেশ’র কথা উল্লেখ করে।
চীন বলেছে, শুক্রবার একটি উপকূলরক্ষী নৌ-বহর দিয়াওয়ু দ্বীপপুঞ্জের আঞ্চলিক জলসীমার মধ্যে টহল দিয়েছে।
জাপানের তথ্য অনুযায়ী, গত বছর জাপান-শাসিত দ্বীপপুঞ্জের কাছে চীনা জাহাজগুলো রেকর্ড ৩৫৫ বার যাত্রা করেছে।
নাগাল সম্প্রসারণ
চীনের সামরিক ভাষ্যকার সং ঝংপিং বলেন, অন্যান্য সমুদ্রের তুলনায় দক্ষিণ চীন সাগর ‘আরও কঠিন পরিস্থিতির সঙ্গে আরও চ্যালেঞ্জিং পরিবেশ উপস্থাপন করে, যা ফুজিয়ানের জন্য পরীক্ষাগুলোকে আরও কঠোর করে তুলেছে।’
সং বলেন, সমুদ্রে পরীক্ষা এবং আরও অভিযোজিত প্রশিক্ষণ সম্পন্ন করার পর ফুজিয়ানকে সম্ভবত সক্রিয় পরিষেবায় আনা হবে।
সোভিয়েত-নির্মিত লিয়াওনিং হলো চীনের পুরোনো বিমানবাহী রণতরী। এটি ২০১২ সালে চালু হয়েছিল। শানডং নামক রণতরীটি ২০১৯ সালে পরিষেবায় প্রবেশ করেছিল।
ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘CSIS’-এর বিশ্লেষকরা বলেছেন, ফুজিয়ানে আরও উন্নত টেক-অফ সিস্টেম থাকবে বলে মনে করা হচ্ছে। এর ফলে চীনা বিমানবাহিনী বৃহত্তর পেলোড এবং আরও জ্বালানি বহনকারী জেট মোতায়েন করতে পারবে।
প্রশান্ত মহাসাগরে নাগাল বৃদ্ধি এবং মার্কিন নেতৃত্বাধীন জোটকে চ্যালেঞ্জ জানাতে সাম্প্রতিক বছরগুলোতে চীন তার নৌবাহিনীর ব্যাপক সম্প্রসারণ করেছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক প্রতিবেদনে বলেছে, সংখ্যাগতভাবে চীনের নৌবাহিনী বিশ্বের বৃহত্তম। দেশটির ৩৭০টিরও বেশি জাহাজ এবং সাবমেরিন রয়েছে।