
হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের নিবিড় সেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে-‘সিসিইউ’তে যুক্ত হলো আরও ২০ নতুন বেড।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এই ২০ বেডের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
এ নিয়ে পূর্বের ১৯ বেডসহ সিসিইউ’তে মোট বেডের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ টিতে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বাইরে এটিই বৃহত্তর সিসিইউ হলো।