
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্ব নির্ধারিত উদ্বোধন অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছেন ৩ জানুয়ারি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান। এর আগে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি উদ্বোধনের কথা ছিল।
ইপিবি সচিব তরফদার সোহেল রহমান জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আজ ৩১ ডিসেম্বর বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে মেলার উদ্বোধন ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি করা হয়েছে। সেদিন সকাল ১০টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) যৌথভাবে মেলার আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। দেশীয় পণ্যের প্রচার, সম্প্রসারণ এবং বাজারজাতকরণ, শিল্প উৎপাদনকে সমর্থন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হয়ে আসছে। ২০২২ সাল থেকে পূর্বাচলের এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া- এই ছয় দেশের ১১টি কোম্পানি এবারের মেলায় অংশ নিচ্ছে।