
পাকিস্তান হকি দল পরশু গভীর রাতে ঢাকায় এসেছে। হকি স্টেডিয়ামে ১৩, ১৪, ১৬ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে পাকিস্তান। ঢাকায় এসে পাকিস্তান একগাদা শর্ত দিয়েছে। তারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবে না। হোটেলে কোনো সংবাদমাধ্যমকে না আসার কথা জানিয়েছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুশীলন করবে, কিন্তু সেখানেই কোনো প্রকার ছবি তোলা, ইন্টারভিউ দেওয়া নিয়েও বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান হকি দল। এসব শর্ত মেনে নিয়ে হকি ফেডারেশনও পাকিস্তান হকি দলকে সহযোগিতা করছে যেন তারা সুন্দর মতো বাংলাদেশ সফরটা শেষ করতে পারে।
ধারণা করা হচ্ছে, তাদের আশঙ্কা এখন নানা ধরনের ইউটিউভার নানা ভাবে প্রশ্ন করে পাকিস্তান দলকে বিব্রত করতে পারে। হকি ফেডারেশনের সঙ্গে কোচ তাহির জামানের সঙ্গে তাদের ফেডারেশনের ঝামেলা হওয়ায় নাকি তিনি আসেননি।
কোচ ছাড়াই পাকিস্তানি হকি দল ঢাকায় এসেছে। কোচ করা হয়েছে ম্যানেজার ওসমান আহমেদ ও জিসান আশরাফকে। ৩ ম্যাচের সিরিজ জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে।