
এশিয়া কাপ হকির প্লে অফ ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান হকি দল। আগামী নভেম্বরে ঢাকায় তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজে যারা জিতবে তারা বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার সুযোগ পাবে।
পাকিস্তান দল আগামী ১০ নভেম্বর ঢাকায় আসার সম্ভাব্য তারিখ, জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান খেলা হবে ১২, ১৩ এবং ১৫ নভেম্বর। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন, পাকিস্তান ১০-১৭ নভেম্বরের মধ্যে তিন ম্যাচ খেলতে চায়। আমরাও সেভাবে এশিয়ান হকি ফেডারেশনের কাছে প্রাথমিক প্রস্তাবনাগুলো পাঠিয়েছি।
এ মাসের প্রথম সপ্তাহে ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ হকি। সেখানে বাংলাদেশ ষষ্ঠ স্থান পেয়েছিল। আর ভারতের এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করেনি পাকিস্তান। তারপরও পাকিস্তানকে বিশ্বকাপে ফিরিয়ে আনতে একটা পথ তৈরি করা হয়েছিল, একই সঙ্গে বলা ছিল এশিয়া কাপ হকিতে যারা ষষ্ঠ স্থান পাবে তারা বিশ্বকাপের বাছাইয়ে খেলতে আরেকটা সুযোগ পাবে, পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলতে হবে। সেই আয়োজনটাই করতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে টিকিট লাগবে না। হকি ফেডারেশন জানিয়েছে গ্যালারির গেট উন্মুক্ত থাকবে। কেন টিকিট লাগবে না জানতে চাইলে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, আমরা চাই দর্শক আসুক। খেলা দেখুক। সবাই সুশৃঙ্খলভাবে খেলাটা উপভোগ করুক।
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের প্লে অফ সিরিজ হবে দিনের আলোয়। ফ্লাড লাইট ব্যবহার করা হবে না। ঢাকায় অবস্থানকালীন পাকিস্তানের জন্য দুটি হোটেল নির্ধারণ করা হয়েছে, তারা যেটি পছন্দ করবে সেটি বুক করে দেবে হকি ফেডারেশন।
অনূর্ধ্ব-২১ হকি দল সুইজারল্যান্ড যাবে
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে খেলবে। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর জুনিয়র বিশ্বকাপ হকি অনুষ্ঠিত হবে ভারতের মাদুরাই এবং চেন্নাইয়ে। বাছাই করা ২৪ দেশ খেলবে এই টুর্নামেন্টে। ‘এফ’ গ্রুপে ২৯ নভেম্বর অস্ট্রেলিয়া, ৩০ নভেম্বর দক্ষিণ কোরিয়া, ২ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কঠিন লড়াইয়ে পড়তে যাচ্ছেন বাংলাদেশের যুবারা। ভারতে যাওয়ার আগে এখন মালয়েশিয়ায় অনুশীলন করতে গিয়েছে হকি দল। ওখান থেকে এসে সুইজারল্যান্ড যাবে। সুইজারল্যান্ডে চারটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বলে জানিয়েছে হকি ফেডারেশন। দুই ম্যাচ হবে সুইজারল্যান্ডের বিপক্ষে, দুই ম্যাচ হবে অস্ট্রিয়ার বিপক্ষে।
আগামী ২৯ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর ম্যাচ হবে। রিয়াজুল হাসান জানিয়েছেন এক দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এটি অনেকটাই একটা টুর্নামেন্টের মতোই। ত্রিদেশীয় টুর্নামেন্ট তবে আন্তর্জাতিক হকি ফেডারেশনের অনুমোদন নেই। চার ম্যাচের মধ্যে দুটি ফুল টাইম ম্যাচ এবং অন্য দুটি হবে ৩৫ মিনিটের ম্যাচ। এভাবেই জানিয়েছে সুইজারল্যান্ড। এছাড়া, সুইজারল্যান্ড-অস্ট্রিয়া নিজেদের মধ্যেও ম্যাচ খেলবে। বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছেন সুইজারল্যান্ডের এই টুর্নামেন্টের সব খরচ বাংলাদেশের।