
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন ময়মনসিংহ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মোট ৬১ জনের মৃত্যু হলো।
সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৩৩৩ জন। ঢাকার বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৪ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ৯ মাসে ডেঙ্গুতে মোট ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। গত মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৮০ জন, যা এ বছরের কোনো এক মাসে সর্বোচ্চ। একই মাসে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ২২ হাজার ৫২০ জন। এর আগে সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৮৬৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা নথিবদ্ধ হয়।
২০০০ সালে প্রথম ঢাকায় বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছর ৫ হাজার ৫৫১ জন রোগী শনাক্ত হয় এবং ৯৩ জন মারা যান। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয় ২০২৩ সালে—সে বছর তিন লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।