
নারী ওয়ানডে বিশ্বকাপে টপ ও মিডল অর্ডারের ধস এবং একজন ব্যাটারের হাল ধরার ছবি নিয়মিত দেখা যাচ্ছে। বৃহস্পতিবার ভারতের বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেই চিত্রই ফুটে উঠল। বিশাখাপট্টনমে ম্যাচে ভারতের আট নম্বর ব্যাটার রিচা ঘোষ ৯৪ রানের ইনিংস খেললেও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক ৫৪ বলে অপরাজিত ৮৪ রানে দলকে ৩ উইকেটে জয় এনে দেন।
ভারত ১০২ রানে ৬ উইকেট হারানোর পর ২৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। রিচা ৭৭ বলের ৯৪ রানে দলের হাল ধরেন। শুরুতে প্রতীকা রাওয়াল (৩৭) ও স্মৃতি মান্ধানা (২৩) উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করলেও ব্যাটিং বিপর্যয় আসে, ৪৭ রান যোগ করার পর ৬ উইকেট পড়ে।
দক্ষিণ আফ্রিকা ইনিংসে ওপেনার লরা ভলভার্ট (৭৭) ও ক্লোয়ি ট্রাইওন (৪৯) জুটি ১৪২ রানে পৌঁছান। ভলভার্টের বিদায়ের পর নাদিন ডি ক্লার্ক নামেন ব্যাটিংয়ে। ট্রাইওন যখন ফেরেন, তখন স্কোর ছিল ২১১/৭। এরপর ডি ক্লার্কের ব্যাট ও বল উভয়েই কার্যকর হয়, ২৫ বলে ৪১ রানে দলকে জয় এনে দেন এবং বল হাতে ২ উইকেট নেন।
রিচা ঘোষের ৯৪ রানের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা ছিল। তিনি ৪৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার ৯০-এর ঘরে আউট হন। ভারতের এই হার প্রথম ম্যাচের স্বাদ দিয়েছে।