
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মোহাম্মদ নেওয়াজের এক ক্যাচ মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। নিংসের দশম ওভারে মাত্র ১৫ রানে ব্যাট করা ডি ককের ক্যাচ স্কয়ার লেগে মিস করেন মোহাম্মদ নেওয়াজ।
এরপর ডি কক ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৯ বল বাকি রেখে ৮ উইকেটে জয়ী করেন।
পাকিস্তান প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৯ রান করে। সালমান আগা ৬৯ ও সাইম আইয়ুব ৫৩ রানে দলের রান তোলেন। নেওয়াজ ৫৯ রান করে দলের ইনিংস শেষ করেন।
ডি কক ও লুহান ডি–প্রিটোরিয়াসের উদ্বোধনী জুটি পাকিস্তানের ওপর প্রাথমিক চাপ সৃষ্টি করে। ডি কক ও টনি ডি জর্জির দ্বিতীয় উইকেট জুটি গড়ে ১৫৩ রান যোগ করে। এর ফলে দক্ষিণ আফ্রিকার রান তাড়া সহজ হয়ে যায়।
ম্যান অব দ্য ম্যাচ হন কুইন্টন ডি কক। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার। বর্তমানে তিন ম্যাচের সিরিজ ১–১ সমতায় রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
-
পাকিস্তান: ২৬৯/৯ (৫০ ওভার) — সালমান ৬৯, নেওয়াজ ৫৯, সাইম ৫৩; বার্গার ৪/৪৬, পিটার ৩/৫৫
-
দক্ষিণ আফ্রিকা: ২৭০/২ (৪০.১ ওভার) — ডি কক ১২৩*, ডি জর্জি ৭৬, প্রিটোরিয়াস ৪৬; আশরাফ ১/৪০