
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী মেরিন ওয়ান হেলিকপ্টারে লেজার পয়েন্টার তাক করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে থেকে লেজার রশ্মি ছুড়ে হেলিকপ্টারের দিকে তাক করার ঘটনায় গোপন সার্ভিসের এক কর্মকর্তা, ৩৩ বছর বয়সী জ্যাকব স্যামুয়েল উইঙ্কলারকে ঘটনাস্থলেই আটক করে। সোমবার আদালতে এ সংক্রান্ত অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
নথি অনুযায়ী, শনিবার উইঙ্কলার ফুটপাথ থেকে একটি লাল রঙের লেজার মেরিন ওয়ানের দিকে তাক করেন। হেলিকপ্টারটি তখন নিচু উচ্চতায় উড়ছিল এবং ওয়াশিংটন মনুমেন্টের কাছাকাছি অবস্থানে ছিল।
প্রতিবেদন বলছে, উইঙ্কলারের লেজার রশ্মি পাইলটের দৃষ্টিশক্তিতে বিঘ্ন ঘটাতে এবং সংঘর্ষের ঝুঁকি সৃষ্টি করতে পারত। ঘটনাটিকে ফ্ল্যাশ ব্লাইন্ডনেস ও বিভ্রান্তির আশঙ্কা হিসেবে বর্ণনা করা হয়েছে।
আটকের সময় উইঙ্কলার হাঁটু গেড়ে বলছিলেন, ‘আমার ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া উচিত।’
জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি জানতেন না যে হেলিকপ্টারের দিকে লেজার তাকানো অপরাধ। তিনি দাবি করেন, সাধারণত বিভিন্ন স্থাপনার দিকে যেমন- স্টপ সাইন বা দেয়ালে লেজার তাক করে থাকেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে উইঙ্কলারের সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
ঘটনার সময় ট্রাম্প ভার্জিনিয়ায় আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ৫,৯১৩টি লেজার-সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়েছে। সংস্থাটির মতে, এটি বিমান চলাচলের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি।