
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যুদ্ধবাজ’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেছেন, এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সংস্থার মহাসচিবের কাছে অভিযোগ দায়ের করা হবে।
বুধবার (১৫ অক্টোবর) দ্য নিউ ইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে তীব্র অভিযানের অংশ হিসেবে সিআইএকে গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছে।
বৃহস্পতিবার ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, ‘ভেনেজুয়েলা মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবাজ এবং উগ্র বক্তব্যকে প্রত্যাখ্যান করে। তিনি প্রকাশ্যে ভেনেজুয়েলায় শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে অভিযানের অনুমোদন দেওয়ার কথা স্বীকার করেছেন।’
পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের বিবৃতিগুলোকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন’ হিসাবে দেখে। এ বিষয়তে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করা উচিত বলেও মনে করে ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সিআইএ’র আচরণ এবং ক্যারিবিয়ানে সেনা মোতায়েনের ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
তাদের মতে, ট্রাম্পের কার্যকলাপ ভেনিজুয়েলার ‘শাসন পরিবর্তন’ এবং ‘তেল সম্পদ দখল’ করার জন্য একটি অভিযানকে বৈধতা দেওয়ার জন্য আগ্রাসনের নীতি।
মন্ত্রণালয় আরও বলেছে, জাতিসংঘে ভেনেজুয়েলার স্থায়ী মিশন বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদ এবং সংস্থার প্রধানের কাছে একটি অভিযোগ পেশ করবে। এতে মার্কিন সরকারকে ‘ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উত্তেজনা রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের’ দাবি জানানো হবে।