
এশিয়া কাপ শেষ হলেও থামছে না বিতর্ক। রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। নিয়ম অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেওয়া কথা ছিল চ্যাম্পিয়ন ভারতের। তবে সূর্যকুমার যাদবের দল তার কাছে থেকে ট্রফি নিতে রাজি হয়নি।
নাকভিও সোজা জানিয়ে দেন, সভাপতি হিসেবে তিনিই ট্রফি দেবেন, না হলে ট্রফি দেওয়া হবে না। শেষ পর্যন্ত ট্রফি ছাড়ায় উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা।
বিসিসিআই অভিযোগ তোলে, এশিয়া কাপের ট্রফি ও খেলোয়াড়দের পদক হোটেলে নিয়ে গেছেন নাকভি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন, ট্রফি ও পদক যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে।
ভারত কীভাবে ট্রফি পাবে, তার আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছেন, ট্রফি ও পদক ফিরিয়ে দেওয়ার জন্য নাকভি একটি শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে তিনি অতিথি হিসেবে ভারতের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেবেন।
এই শর্ত মানলেই ট্রফি ও পদক পাবেন সূর্যকুমার যাদবের দল। তবে বর্তমানে বিসিসিআই যে অবস্থানে রয়েছে, তাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।