
মর্যাদাপূর্ণ টেস্ট ক্রিকেটে চলতি বছর ২৫ বছর পূরণ করেছে বাংলাদেশ। ৯টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে দশম সদস্য হিসেবে ২০০০ সালের ২৬ জুন টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে যোগ দেয় বাংলাদেশ। একই বছরের আজকের দিনেই ঢাকায় ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলতে নামে টিম টাইগার্স। সেখানে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল এখন বিসিবির সভাপতি। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট বিকেন্দ্রীকরণের কথা বলে আসছিলেন তিনি। এর আগে টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তীতে স্কুল ক্রিকেট নিয়ে ছোট পরিসরে কাজ করলেও দীর্ঘ পরিসরে কার্যকরী ফল দেখেনি বাংলাদেশ। তাই বড় পরিকল্পনার অংশ হিসেবে গতকাল প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে বিসিবি। ৮টি বিভাগ ও ৬৪টি জেলা থেকে প্রায় ২৫০ জন ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তারা সেখানে অংশ নেন। উদ্বোধনী দিনের অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে
আসেন বোর্ড সভাপতি।
কনফারেন্সে আঞ্চলিক কাঠামোর ক্ষমতায়ন, বিসিবির চার্টার, বিকেন্দ্রীকরণ কৌশল এবং তৃণমূল থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে উন্নতির রোড ম্যাপ নিয়ে আলোচনা করা হয়। যেখানে মাঠের স্বল্পতা ও পিচের দুর্বল গুণমানের মতো জেলা পর্যায়ের সমস্যাগুলো উঠে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ১৫-২০ বছর ধরে অনেক জেলাতেই খেলা হচ্ছে না। অনেকে শুধু খেলার বল চাইলেও, অনেকেই ইনডোর মাঠও চাচ্ছে। কনফারেন্সে সবার সমস্যা শোনার পাশাপাশি সবার দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়।
বিসিবি আরও জানিয়েছে, তারা নিজস্ব কিছু মাঠ করতে চাচ্ছে। যেখানে ভালো বাউন্সিং উইকেটের সঙ্গে দারুণ আউটফিল্ডও থাকবে। জাতীয় দলের খেলোয়াড়রা নিজেদের এলাকায় গেলে ভালো খেলার মাঠ পান না। সেই সমস্যার সমাধানের আশ্বাসও এসেছে বিসিবি সভাপতির মুখ থেকে। জাহানারা ইস্যুতে প্রশ্নের উত্তরে বিসিবি যে কোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে বলে নিশ্চিত করেছেন বুলবুল। অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। শাস্তির কথা উঠেছিল বিপিএল ফিক্সিং নিয়েও। সেখানেও তার এক কথার উত্তর। জিরো টলারেন্স। আজ বাংলাদেশের টেস্ট অভিষেকের ২৫ বছর সামনে রেখে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির স্মৃতিচারণ করেছেন বুলবুল।
২৫ বছর টেস্ট খেলে আমরা কি সফল? পরিসংখ্যান বলছে, আমরা পারিনি। ব্যক্তিগত কিছু অর্জন বাদে প্রাপ্তির খাতায় কিছুই নেই। এ পর্যন্ত মোট ১৫৪টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ১১২টি পরাজয় আর ১৯টি ড্র-এর বিপরীতে জয় মাত্র ২৩ ম্যাচে। আগে ১০ দলের র্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১০ম। এখন টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম।
গত ২৫ জুন কলম্বোতে নিজেদের শেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যেখানে ইনিংস ও ৭৮ রানের হার দেখে নাজমুল হোসেন শান্তর দল। হারের পরপরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। সেই শান্তর নেতৃত্বেই আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে, এই মিটিং চলাকালীন রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ। হার্টে একটি ব্লক ধরা পড়েছে তার।