
নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। রোববার (৫ অক্টোবর) ৮৮ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। এ ম্যাচে টস নিয়ে উঠেছে বিতর্ক। স্কোরকার্ডে লেখা টস জিতেছে পাকিস্তান। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে আসলে টস জিতেছিল ভারত।
টসের সময় উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি দক্ষিণ আফ্রিকান শান্দ্রি রিৎজ এবং সঞ্চালক মেল জোনস। ভিডিওতে দেখা যায়, ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর মুদ্রা নিক্ষেপের সময় পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা ‘টেল’ বলেন। কিন্তু ম্যাচ রেফারি শান্দ্রি রিৎজ ভুল শোনেন। তিনি তখন বলেন, ‘হেড ইজ দ্য কল’—অর্থাৎ ফাতিমা ‘হেড’ বলেছেন।
সম্প্রচারক, সঞ্চালক ও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মেল জোনস এই টস-পর্ব পরিচালনা করেন। মেল জোনসও ম্যাচ রেফারির কথায় সায় দেন। মুদ্রা মাটিতে পড়ার পর ম্যাচ রেফারি দেখে ঘোষণা করেন ‘ইটস আ হেড’—অর্থাৎ টসে হেড উঠেছে এবং পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করা হয়।
যদিও ফাতিমা ‘টেল’ বলায় টসে আসলে জিতেছিল ভারত। কিন্তু তখন কোনো দলের অধিনায়ক এটা নিয়ে প্রশ্ন তোলেননি। পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করার পর দলটির অধিনায়ক ফাতিমা সঞ্চালককে জানান, পাকিস্তান আগে বোলিং করবে।
শেষ পর্যন্ত ভারত জেতায় টস নিয়ে আর বিতর্ক তৈরি হয়নি। বিষয়টিকে অনেকে মানবিক ভুল হিসেবেই দেখছেন।