
আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড আইসিসিতে জমা দিয়েছে- তবে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। এই নিয়ে জল্পনা ও কৌতূহল ক্রমেই বাড়ছে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানান, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করা হবে।
আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ সদস্যের স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় ছিল শুক্রবার। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। চূড়ান্ত সময়ে পরিবর্তন কেবল চোটাঘাতের ক্ষেত্রে অনুমোদনের ভিত্তিতে করা যাবে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, গত ৬-৮ মাসের স্কোয়াডই মূলত বিশ্বকাপের জন্য গড়া হয়েছে। পরিবর্তনের সম্ভাবনা সামান্য। বিপিএল চলাকালে কেউ অসাধারণ পারফরম্যান্স করলে অবশ্য আমরা খেয়াল রাখব।
তিনি আরও জানান, দল নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আইসিসিতে জমা দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখন ও কীভাবে ঘোষণা করবে, তা বোর্ডের বিষয়।
নাজমূল আবেদীন জানান, দল লুকিয়ে রেখে পরে ঘোষণা করার কোনো পরিকল্পনা নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে শিগগিরই দল ঘোষণা করা হবে।