
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘোষিত দলে জায়গা না পাওয়া ব্যাটার টিম রবিনসনের বাদ পড়া সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন রবিনসন।
স্কোয়াডে থাকা পেসার লকি ফার্গুসন ও ম্যাট হেনরিকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপ চলাকালে তাদের দুজনকেই স্বল্পমেয়াদি পিতৃত্বকালীন ছুটিতে যেতে হতে পারে। একই সঙ্গে দুজনই পায়ের পেছনের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছিলেন ফার্গুসন।
চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হয়েও স্কোয়াডে রাখা হয়েছে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে। এর মধ্যে আছেন ওপেনার ফিন অ্যালেন (আঙুল ও হ্যামস্ট্রিং), মার্ক চাপম্যান (অ্যাঙ্কেল) এবং অধিনায়ক মিচেল স্যান্টনার (অ্যাডাক্টর)। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, সব খেলোয়াড়ই পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন এবং টুর্নামেন্ট শুরুর আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্বকাপের ভেন্যু বিবেচনায় বোলিং আক্রমণে স্পিনের ওপর বাড়তি গুরুত্ব দিয়েছে কিউই টিম ম্যানেজমেন্ট। দুই বিশেষজ্ঞ স্পিনার স্যান্টনার ও ইশ সোধির পাশাপাশি স্কোয়াডে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রকে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের স্পিনবান্ধব চিদাম্বরম স্টেডিয়ামে।
তবে পেস বিভাগেও ভারসাম্য রেখেছে দলটি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া জ্যাকব ডাফির সঙ্গে আছেন অভিজ্ঞ হেনরি, ফার্গুসন ও অ্যাডাম মিলনে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেন জিমি নিশাম। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে কাইল জেমিসনকে।
ব্যাটিং বিভাগেও নিউজিল্যান্ডের শক্তি কম নয়। ফিন অ্যালেন, টিম সেইফার্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলকে নিয়ে গড়া এই ব্যাটিং লাইনআপ যেকোনো বোলিং আক্রমণের জন্যই হুমকি হতে পারে।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড। গ্রুপে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কিউইরা।
বিশ্বকাপের আগে ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ১১ জানুয়ারি ওয়ানডে এবং ২১ জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।