
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ৭টা থেকে টিকিট পাওয়া যাচ্ছে।
আগ্রহীদের যেতে হবে https://tickets.cricketworldcup.com/ এই ওয়েবসাইটে। ভারতের ভেন্যুগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ রুপি (প্রায় ১৩৬ টাকা)। শ্রীলঙ্কার ম্যাচগুলোর সর্বনিম্ন মূল্য ১ হাজার শ্রীলঙ্কান রুপি (প্রায় ৪০০ টাকা)।
গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের মধ্যে শুধুমাত্র ইতালি ম্যাচের টিকিট পাওয়া যাবে ১০০ রুপিতে। আর নেপাল ম্যাচের টিকিট পেতে লাগবে ২৫০ রুপি। এ ছাড়া বাংলাদেশের বাকি দুই ম্যাচের টিকিট পেতে সর্বনিম্ন ৩০০ রুপি করে খরচ করতে হবে।
আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। একই দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে ইংল্যান্ড, নেপাল ও প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালি।