
কুইন্টন ডি ককের সেঞ্চুরির আক্ষেপ জাগানো ইনিংস ও বোলারদের শৃঙ্খলিত পারফরম্যান্সে ভারতকে ৫১ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ২১৪ রানের বড় লক্ষ্য তাড়ায় সূর্যকুমার যাদবের দল গুটিয়ে গেছে ১৬২ রানে। এর মধ্য দিয়ে ভারতের বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের নতুন রেকর্ডও গড়েছে এইডেন মার্করামের দল।
নিউ চন্ডিগড়ের মুল্যানপুরে গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে পুরুষ ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, আর সেই মাঠেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের অভিষেক হলো পরাজয়ের মধ্য দিয়ে। সিরিজের প্রথম ম্যাচে ১৭৬ রানের লক্ষ্য দিয়েও প্রোটিয়াদের মাত্র ৭৪ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। সেই একপেশে জয় ভুলিয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচে দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তোলে সফরকারীরা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কুইন্টন ডি কক। অন্যপ্রান্তে রান তোলার জন্য সংগ্রাম করা রেজা হেনড্রিকস ১০ বলে ৮ রান করে ভরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর অধিনায়ক মার্করামের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন ডি কক—যেখানে অধিকাংশ অবদানই তাঁর। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ৯০ রানে রানআউট হয়ে ফিরতে হয় তাকে। ৪৬ বলের ইনিংসে ৫ চার ও ৭ ছক্কা ছিল তাঁর ব্যাটে।
শেষদিকে ডেভিড মিলার (১২ বলে ২০) ও দোনোভান পেরেইরা (১৬ বলে ৩০) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। ভারতের হয়ে ভরুণ চক্রবর্তী ২ উইকেট ও অক্ষর প্যাটেল ১ উইকেট নেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই গোল্ডেন ডাক করেন শুভমান গিল। প্রথম ম্যাচেও ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচেও ব্যাটে রানের দেখা পেলেন না তিনি। অভিষেক ৮ বলে ২ ছক্কায় ১৭ রান করে থেমে যান। দ্রুত বিদায় নেন অধিনায়ক সূর্যকুমার যাদব (৪ বলে ৫) ও অক্ষর প্যাটেল (২১ বলে ২১)। প্রায় শেষ পর্যন্ত লড়াই চালান তিলক ভার্মা—৩৪ বলে ২ চার ও ৫ ছক্কায় করেন ৬২ রান। জিতেশ শর্মা ১৭ বলে ২৭ ও হার্দিক পান্ডিয়া ২৩ বলে ২০ রান করলেও দলকে চূড়ান্তভাবে লড়াইয়ে ফেরাতে পারেননি কেউই।
বল হাতে দক্ষিণ আফ্রিকার নায়ক ওটনিয়েল বার্টম্যান। মাত্র ২৪ রানে তিনি তুলে নেন ৪ উইকেট। লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও লুথো সিপামলা নেন ২টি করে।
টি–টোয়েন্টিতে ভারতের বিপক্ষে আগে সর্বোচ্চ ১২ ম্যাচ জয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। এবার ১৩তম জয় তুলে নিয়ে এককভাবে শীর্ষে প্রোটিয়ারা। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ধর্মশালায়।