
বিপিএলের দ্বাদশ আসরে প্রথমবার অংশ নেওয়া নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের স্বপ্নের শুরুটা রঙিন হয়নি। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ৬৫ রানের বড় ব্যবধানে হেরে বিপিএলে যাত্রা শুরু করেছে দলটি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে চট্টগ্রাম রয়্যালস। মির্জা তাহির বেগের ৮০ ও অধিনায়ক শেখ মেহেদীর ২৬ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে তারা।
জবাবে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস শুরুটা ভালো করলেও দ্রুত ছন্দ হারায়। ১৬.৫ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় দলটি। মাজ সাদাকাত ২৭ বলে ৩৮ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হন। এছাড়া হায়দার আলী করেন ২৮ এবং হাবিবুর রহমান সোহান ১৫ রান।
চট্টগ্রামের বোলিংয়ে তানভীর ইসলাম ৩টি উইকেট নেন। শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও মুকিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।
এর আগে ব্যাট হাতে চট্টগ্রামের হয়ে ওপেনার মির্জা তাহির বেগ ৬৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮০ রান করেন। শেষ পর্যন্ত টিকে থাকলেও সেঞ্চুরি পাননি তিনি। শেখ মেহেদী ১৩ বলে ২৬ রানের দ্রুত ইনিংস খেলেন।
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বোলিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ব্যাটিং ব্যর্থতায় অভিষেক ম্যাচেই বড় হার দিয়ে বিপিএল শুরু করতে হলো নতুন এই ফ্র্যাঞ্চাইজিকে।