
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরেও বাজিমাত করল রংপুর বিভাগ। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিল আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। রোববার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটে হারিয়ে ট্রফি ধরে রাখে রংপুর।
প্রথমে ব্যাট করে খুলনা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ১৩৬ রান। জবাবে, ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
ম্যাচের প্রথম ওভারেই ইমরানুজ্জামানকে শূন্য রানে ফিরিয়ে দেন নাসুম আহমেদ। এরপর থেকে খুলনার ব্যাটিং লাইনে যেন হালকা ভূকম্পন—নিয়ন্ত্রিত বোলিং আর উইকেট পতনে টালমাটাল হয়ে পড়ে দলটি। পাওয়ারপ্লেতে মাত্র ১৯ রান সংগ্রহ করতে পারে তারা।
সৌম্য সরকার ২২ বলে করেন মাত্র ৮ রান। এনামুল হক বিজয় (১৫ বলে ১২), আফিফ হোসেন (১০ বলে ১৪), শেখ পারভেজ জীবন (৯ বলে ৮)—সবাই ফিরেছেন দ্রুতই।
একপ্রান্ত আগলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি করেন ৩২ বলে ৪৪ রান। সঙ্গী ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী, যিনি ১৩ বলে ২৪ রান যোগ করেন। কিন্তু নিয়মিত উইকেট পতনের কারণে খুলনা নির্ধারিত ওভারে যেতে পারে মাত্র ১৩৬ পর্যন্ত।
রংপুরের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আব্দুল্লাহ আল মামুন (২ উইকেট)। এছাড়া নাসুম, আবু হাসিম, ইকবাল হোসেন, এনামুল ও আলাউদ্দিন বাবু পেয়েছেন একটি করে উইকেট।
রান তাড়ায় নামার পরই খেলার রাশ হাতে নেয় রংপুর। ওপেনার নাসির হোসেন (৩১ বলে ৪৬) ও জাহিদ জাভেদ দারুণ শুরু এনে দেন। পাওয়ারপ্লেতে রংপুর তোলে ৫৫ রান, যা মূলত ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে এনে দেয়।
নাসিরের বিদায়ের পরও দলকে দারুণভাবে সামলান অধিনায়ক আকবর আলী। তিনি ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। নাইম ইসলাম করেন ১৫ বলে ১৯ রান।
ম্যাচের ফলাফল:
-
খুলনা বিভাগ: ১৩৬/৮ (২০ ওভার)
-
রংপুর বিভাগ: ১৩৮/২ (১৬.5 ওভার)
-
ফল: রংপুর ৮ উইকেটে জয়ী
-
শিরোপা: এনসিএল টি-টোয়েন্টির টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন রংপুর