
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরুষ ও নারী জাতীয় দলে নতুন নির্বাচক নিয়োগ দিয়েছে। সাত মাস ধরে হান্নান সরকারের পদত্যাগের পর দুই সদস্যের নির্বাচক প্যানেল সামলাচ্ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন ধরে তাদের ওপর চাপ থাকায় অবশেষে তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। তিনি এর আগে বয়সভিত্তিক দলে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া নারী দলেও যুক্ত করা হয়েছে সাবেক অধিনায়ক সালমা খাতুনকে।
বিসিবির গতকালের সভায় এই দুই নির্বাচকের নাম চূড়ান্ত করা হয়। বিষয়টি দৈনিক ইত্তেফাককে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। টাইগারদের নির্বাচকের জন্য আলোচনায় ছিলেন সাজ্জাদ হোসেন শিপনও, তবে শেষ পর্যন্ত শান্তকেই বেছে নিয়েছে বোর্ড।
শুধু পুরুষ দল নয়, নারী দলেও এসেছে পরিবর্তন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন নির্বাচক হয়েছেন সালমা খাতুন। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন সালমা, তবে নির্বাচকের দায়িত্ব নেওয়ায় মাঠের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হবে তাকে।
এখন পর্যন্ত নারী দলে একমাত্র নির্বাচক হিসেবে কাজ করছেন সাজ্জাদ আহমেদ শিপন। সালমা যুক্ত হওয়ায় নারী দলের নির্বাচক প্যানেল হলো দুই সদস্যের। জানা গেছে, নতুন দুই নির্বাচকের মেয়াদ হবে দুই বছর। কাজে সন্তুষ্ট হলে বিসিবি এরপরে চুক্তির মেয়াদ বাড়াবে। কিংবা প্রয়োজন হলে মেয়াদ শেষ হওয়ার আগেও চুক্তি বাতিলের ক্ষমতা রাখে বিসিবি।
নির্বাচক হিসেবে হাসিবুল হোসেন শান্তর নাম ঘোষণার পরে দৈনিক ইত্তেফাককে বলেছেন, ‘এটা বড় দায়িত্ব। চেষ্টা করবো সঠিকভাবে কাজ করার। দল যেভাবে শক্তিশালী হয়ে উঠবে, সেভাবেই চিন্তা করে এগিয়ে যাব। যতদিন কাজ করি যেন ভালোভাবে করতে, সেই কামনাই করি।’