
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে তার সময়সীমা এবং সাংবিধানিক আদেশ জারি নিয়ে মতভিন্নতা রয়েছে। জামায়াতের পক্ষে থাকলে বিএনপি আদেশের পরিবর্তে অধ্যাদেশ জারির পক্ষে। আর এনসিপি আগামী সংসদকে দেখতে চায় গণপরিষদ হিসেবে।
এদিকে, কমিশন সূত্র বুধবার সংবিধান সংশোধনে রাজনৈতিক দলগুলোর কাছে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়ার প্রস্তাবনা দেওয়া হবে। ঐকমত্য তৈরি হলেই হবে জুলাই সনদে স্বাক্ষর। ১৫ অক্টোবর তৃতীয়বারের মতো বৃদ্ধি করা মেয়াদের মধ্যেই ঐকমত্য কমিশন সনদ চূড়ান্ত করতে চায়।