
ভারতের প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের ৫৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে অবমুক্ত হলো তার নতুন গান ‘অবুঝ পাখি’।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ নভেম্বর) জুবিন গর্গের ৫৪তম জন্মবার্ষিকীতে তার প্রতি বিশেষভাবে শ্রদ্ধা জানাতে অবমুক্ত হলো নতুন গান ‘অবুঝ পাখি’। গীতিকবি ও প্রযোজক জুলফিকার রাসেলের ইউটিউব চ্যানেল ‘জুটি’তে এসেছে এটি। জুলফিকার রাসেলের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী।
গীতিকবি ও প্রযোজক জুলফিকার রাসেল জানান, তার লেখা ৭টি বাংলা গানে ২০১৫-২০১৬ সালে কণ্ঠ দেন জুবিন গর্গ। আসামে তার ব্যক্তিগত স্টুডিওতে এগুলোর রেকর্ডিং হয়। পরে জুবিনের পরামর্শে এসব গানের হিন্দি সংস্করণ করা হয়। বিভিন্ন সময় কলকাতায় এসে সেগুলোতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলা-হিন্দি মিলিয়ে সেই হিসেবে ১৪টি ট্র্যাক রয়েছে। জুবিনের এই গানগুলো নিঃসন্দেহে মহামূল্যবান সম্পদ। ‘অবুঝ পাখি’ সেগুলোরই একটি। এর হিন্দি সংস্করণ শিগগিরই প্রকাশ হবে বলে জানা গেছে।
জুবিন গর্গ যেহেতু বেঁচে নেই, তাই তার অপ্রকাশিত গানগুলো কীভাবে বের হবে সেই বিষয়ে গীতিকবি-প্রযোজক জুলফিকার রাসেল ও টুনাই দেবাশীষ গাঙ্গুলীর মধ্যে এক ধরনের চিন্তা ছিল। তারা এর দায়িত্ব পুরোপুরি জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গের ওপর ছেড়ে দিয়েছেন। এ নিয়ে আলোচনার জন্য টুনাই দেবাশীষ গাঙ্গুলী গত ১৫ নভেম্বর আসামে গিয়ে গরিমা গর্গের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে গরিমা কিছুদিন ধরে অসুস্থ থাকায় খুব বেশি আলোচনার সুযোগ হয়নি। তিনি আপাতত জুবিনের জন্মদিন উপলক্ষে একটি গান দ্রুত প্রকাশের পরামর্শ দেন। তাই দ্রুততম সময়ে লিরিক্যাল মিউজিক ভিডিও আকারে অবমুক্ত হলো ‘অবুঝ পাখি’।
টুনাই দেবাশীষ গাঙ্গুলী বলেন, ‘ক্ষুদ্র এই জীবনে অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছি। অনেক শিল্পীর গান প্রকাশিত হয়েছে যেখানে মূল শিল্পী সশরীরে উপস্থিত ছিলেন না। ডিজিটাল এই যুগে এর প্রয়োজনীয়তাও কমে গেছে। জুবিন গর্গের এই গান যখন প্রকাশিত হলো, তিনি তখন আছেন প্রয়োজনের সব বেড়াজাল উপেক্ষা করে। তিনি থাকবেন কোটি কোটি মানুষের হৃদয়ে। তার জন্মবার্ষিকীতে নিবেদিত এই গান আমি ও আমার বন্ধু জুলফিকার রাসেলের পক্ষ থেকে শুধু আসামের জন্য নয়, সারাবিশ্বের জুবিন ভক্তদের জন্য।’
‘অবুঝ পাখি’ প্রকাশ্যে আনতে পেরে আবেগাপ্লুত জুলফিকার রাসেল বলেন, ‘গতকাল ১৮ নভেম্বর ছিল জুবিন গর্গের জন্মবার্ষিকী। আমার সৌভাগ্য হয়েছিল মহান এই শিল্পীর কণ্ঠে বেশ কিছু গান করার। গানের ভিডিও শুট করার কথা ছিল মেঘালয়ে। এ নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে। তার জন্মবার্ষিকীতে আমাদের প্রথম নিবেদন প্রকাশিত হলো।’
জুলফিকার রাসেল ও টুনাই দেবাশীষ গাঙ্গুলীর চাওয়া, তাদের করা সব গান ধীরে ধীরে প্রকাশ করে এসব থেকে প্রাপ্ত অর্থ জুবিন গর্গের নামে থাকা ট্রাস্টে জমা দিয়ে জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ গাইতে গিয়েছিলেন জুবিন গর্গ। সেদিন দুপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার পর অকালপ্রয়াণ হয় তার। মাত্র ৫২ বছর বয়সে স্তব্ধ হয়েছে গায়কের কণ্ঠ। তার মৃত্যু নিয়ে রয়েছে একাধিক রহস্য। এ নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন। তবে ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গায়কের অনুরাগীরা।