
এক বিতর্কিত ঘটনা ঘটেছে মেয়েদের বিগ ব্যাশে। শুক্রবার (২৮ নভেম্বর) সিডনি থান্ডারের বিপক্ষে মাঠে নামে অ্যাডিলেড স্ট্রাইকার্স। জয়ের জন্য সিডনি থান্ডারের ১৩ বলে দরকার ছিল ৩ রান। হাতে ছিল পুরো ১০ উইকেট। এমন ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
অ্যাডিলেড স্ট্রাইকার্স ও সিডনি থান্ডারের মধ্যে ম্যাচটি ছিল বৃষ্টিবিঘ্নিত। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, খেলা পরিত্যক্তের ঘোষণা দেওয়ার সময় মাঠে বৃষ্টি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখা গেছে।
বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচটি নেমে আসে ৫ ওভারে। অ্যাডিলেডের বিপক্ষে জয়ের জন্য সিডনির দরকার ৪৬ রান। শুরু থেকেই ব্যাট হাতে আগ্রাসী ছিলেন অধিনায়ক ফিবি লিচফিল্ড। মাত্র ১৫ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন তিনি।
২.৫ ওভার শেষে বিনা উইকেটে ৪৩ রান সংগ্রহ করে সিডনি। এমন সময় বৃষ্টির অজুহাতে খেলা থামিয়ে দেন আম্পায়াররা। হুট করে ম্যাচ পরিত্যক্ত করার ক্ষেপেছেন সিডনি অধিনায়ক লিচফিল্ড। ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি হতাশ। এটা আসলেই লজ্জাজনক।’
অ্যাডিলেড অধিনায়ক তালিয়া ম্যাকগ্রা দাবি করে বৃষ্টি কমলেও মাঠ ভেজা ছি। তিনি বলেন, ‘বৃষ্টি কমলেও বল ভেজা ছিল। আম্পায়াররা যা ঠিক মনে করেছেন, তাই করেছেন।’
আম্পায়ারদের এমন সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন ধারাভাষ্যকারেরা। ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকলসন বলেন, ‘যা হচ্ছে এটা লজ্জাজনক। এখন মাঠে একফোঁটা বৃষ্টিও নেই। ম্যাচের ফল নির্ধারিত হওয়ার খুব কাছে ছিল, স্পষ্টভাবেই সিডনি থান্ডারকে তাদের জয় থেকে বঞ্চিত করা হয়েছে। এটা হাস্যকর।’
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ক্যালাম ফার্গুসন বলেন, ‘আমি সত্যিই হতবাক। এটা আসলে ক্রিকেটের জন্য বিব্রতকর। এখন আমি বিস্মিত, এটা আমার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’