
বাংলাদেশ নারী ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা গুরুতর অভিযোগ। তিনি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন।
বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, জাহানারার এই কঠিন সময়ে সংগঠনটি তার পাশে আছে এবং তাকে সর্বোচ্চ সহায়তা দেবে। সংগঠনটি জানিয়েছে, একজন জাতীয় ক্রিকেটার ও সাবেক অধিনায়কের কান্নাভেজা কণ্ঠে এমন অভিযোগ গোটা ক্রিকেট সমাজকে নাড়িয়ে দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘জাহানারা আলমের প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুতর এবং কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, সাবেক ইনচার্জ ও কোচসহ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, বিসিবিরও উচিত দ্রুত তদন্ত করে বিষয়টি পরিষ্কার করা। কোনো আড়াল বা দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য নয়।’
কোয়াব আরও বলেছে, ‘যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করে কেউ দায়ী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নারী ক্রিকেটার এমন পরিস্থিতির মুখোমুখি না হন।’
সংগঠনটি ঘরোয়া ও স্থানীয় পর্যায়ের নারী ক্রিকেটেও এ ধরনের ঘটনা আছে কি না, তা গোপনে তদন্ত করার আহ্বান জানায়। কোয়াবের ভাষায়, ‘শুধু সহানুভূতি নয়, জাহানারার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ন্যায়বিচারের লড়াইয়ে তাকে সব ধরনের সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’